চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪ বস্তা সরকারি চালসহ আটক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা সোমবার রাতে এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত পাতান আলী (৪৫) উপজেলার মাধবপুর গ্রামের রইসুদ্দিনের ছেলে।
সাবিহা সুলতানা জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে পুলিশের সহায়তায় টাকাহারা এলাকায় একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় ৪৪ বস্তা চাল জব্দসহ গুদাম মালিক পাতান আলীকে আটক করা হয়। জব্দ চালের পরিমাণ এক হাজার ৩২০ কেজি।
পাতান আলীকে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।