নাটোরের লালপুরে রেললাইন ভেঙে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে রেলওয়ের গ্যাংটিম লাইন চেক করার সময় আজিমনগর রেলস্টেশন থেকে ৩০০ গজ পশ্চিমে বিহাড়িপাড়া রেলগেট সংলগ্ন নর্থবেঙ্গল সুগারমিল এলাকায় রেললাইনে ভাঙা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়।
এ অবস্থায় সকাল সোয়া ৭টায় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন ধীর গতিতে ঝুঁকি নিয়ে ভাঙা স্থান পার হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী থেকে প্রকৌশল বিভাগের কর্মীরা রেললাইন মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছান বলে জানান গেটম্যান আব্দুল মালেক।
আরও পড়ুন: মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ
ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে রেলওয়ের গ্যাংটিম কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে লাইনে ভাঙা দেখতে পান।
তিনি বলেন, ‘রেললাইনে ফাটলের খবর পাওয়ার পরেই সেখানে রেলের শ্রমিকরা গিয়ে মেরামত শুরু করে এবং দুপুর সাড়ে ১২টার দিকে মেরামত কাজ শেষ করে রেলের প্রকৌশল শাখার কর্মীরা। এর পর থেকে স্বাভাবিকভাবে শুরু হয় ট্রেন চলাচল।’
আরও পড়ুন: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু