নাটোরের বাগাতিপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শলোইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রিপা খাতুন(২৭) ওই গ্রামের কবীর উদ্দিনের স্ত্রী।
নিহতের পরিবারের অভিযোগ, বাগাতিপাড়া উপজেলার শলোইপাড়া গ্রামের কবীর উদ্দিনের পরকীয়ায় বাধা দিয়ে আসছিল রিপা খাতুন। এ নিয়ে বিরোধে মঙ্গলবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা রিপাকে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় কবীর। প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এমডির গাড়িচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এদিকে এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার।
রিপার সংসারে ১১ ও পাঁচ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে বলে জানায় তার পরিবার।
আরও পড়ুন: খুলনা আ. লীগ নেতা হত্যা: ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩