সোলাকুড়া ও তাজপুর দু'টি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার চতুর্থদিনের মাথায় নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি কমলেও এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শতাধিক বাড়িঘর ভেঙে বিলীন হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, আগের চেয়ে শ্রোতের তীব্রতা কমলেও ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবাহ অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংস্থা ভাঙন রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, বাঁধ ভেঙে চলনবিলের দক্ষিণ-পূর্ব অংশে পানি প্রবেশ করায় সেসব এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। এছাড়া নতুন করে রোপা, আমনসহ ঘর-বাড়ি তলিয়ে গেছে। সদ্য বন্যার কবলে পড়া মানুষগুলো উঁচু স্থান ও স্বজনদের বাড়ি ঘরে আশ্রয় নিয়েছেন।
নাটোরের জেলা প্রশাসন জানিয়েছে, বন্যাকবলিতদের জন্য ত্রাণ ও নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।