মামা বাড়ি বেড়াতে এসে নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের আঞ্চলিক সড়কের শেখচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেকচিলান গ্রামের শ্রাবন ও স্বপ্ন এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিপ্লব।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
স্থানীয়রা জানায়, শ্রাবন, স্বপ্ন ও বিপ্লব মোটরসাইকেলে করে কদিমচিলান ইউনিয়নের আঞ্চলিক সড়কের শেখচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।’ এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।