নাটোরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার বাগাতিপাড়া উপজেলার করমদোসী বাজারে ও বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- বাগাতিপাড়া উপজেলার সিহাব উদ্দিনের ছেলে আশিক(২০) এবং বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার কৃষক ছলিম উদ্দিন(৪২)।
আহতেরা হলেন- সিহাব উদ্দিন, রুপালী বেগম, মোমিন, হাফেজ, সারোয়ার, বেলাল,ও শফিক।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, সকালে বাগাতিপাড়া উপজেলার করমদোসী বাজারের একটি চা স্টলের ওপর বজ্রপাত হয়। এতে ওই স্টলে অবস্থানকারী আশিক নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আশিকের বাবা সিহাব উদ্দিন ও চা স্টলমালিক রুপালী বেগমসহ সাতজন সেসময় আহত হন। এদের মধ্যে রুপালী সহ পাঁচজনকে রাজশাহীর পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, এদিন দুপুরে বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার কৃষক ছলিম উদ্দিন বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
মৃত দুজনের লাশ পরিবার সদস্যরা নিজ জিম্মায় দাফনের ব্যবস্থা করেছেন বলেও পুলিশ জানায়।