নাটোরের সিংড়ায় রিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে সেলিম রেজা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টা ৫৪ মিনিটে মারধরের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যুবলীগ নেতাকে মারধরের মামলায় কারাগারে চট্টগ্রামের ওয়ার্ড কাউন্সিলর
সেলিম রেজা সিংড়া থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। রিকশাচালক হারুন আলীর বাড়ি সিংড়া পৌর এলাকার বাইশা মহল্লায়।
একটি ভিডিওতে দেখা যায়, নাটোরের সিংড়ায় দেশ ফার্নিচারের সামনে একটি অটোরিকশাকে দাঁড় করান পুলিশ সদস্যরা। পরে দুজন পুলিশ সদস্য রিকশায় চেপে বসেন। কিন্তু ত্রুটির কারণে রিকশাচালক যেতে রাজি না হওয়ায় ক্ষুদ্ধ পুলিশ সদস্য রিকশাচালককে দফায় দফায় মারধর করতে থাকেন। প্রায় ২ মিনিট ৫০ সেকেন্ড পর চালক অস্থায়ীভাবে ত্রুটি মেরামত করে রিকশাটি চালিয়ে নিয়ে যান।
স্থানীয়রা জানায়, সেলিম রেজা সহকর্মীকে নিয়ে রিকশা থামিয়ে সিংড়া বাসস্ট্যান্ডে নামিয়ে দিতে বলেন। হারুন আলী নামে ওই রিকশাচালক ত্রুটির কথা বললে এএসআই তাকে মারধর শুরু করেন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অপরাধ করে কারো ছাড় পাওয়ার সুযোগ নেই। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে স্বামী ও স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ, আহত ৩