নাটোর, ২৬ জুলাই (ইউএনবি)- নাটোরের লালপুর থেকে কথিত পাকা বাহিনীর নেতা আনিছুর রহমানসহ চারজনকে আটক করা হয়েছে। উপজেলার সিরাজিপুর চৌরাস্তার মোড় থেকে রবিবার দিবাগত রাতে এসময় তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র জব্দের দাবি করেছে র্যাব।
বাকি আটক ব্যক্তিরা হলেন, রাসেল, হাসিবুল ও সজল।
আরও পড়ুন: রমেকের অক্সিজেন ‘পাচারকারী চক্রের’ ৬ সদস্য আটক
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল রাতে সিরাজিপুর চৌরাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থান নেয়া পাকা বাহিনীর নেতা আনিছসহ তার অপর তিন সহযোগীকে ঘিরে ফেলে র্যাব সদস্যরা। পরে তাদের আটক করে এবং তাদের জিম্মায় থাকা ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ, আটক ৩