নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ি ছিনতাই চক্রের মূল সমন্বয়কারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
চক্রের পূর্বের গ্রেপ্তার সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার তাদের আটক করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ থেকে কথিত ২ মাদক ব্যবসায়ী আটক
তারা হলেন- চক্রের সমন্বয়কারী মো. আজিম উদ্দিন, মো. রফিক উল্লাহ, মো. সেলিম, মো কামরুল হোসাইন এবং ওমর ফারুক।
র্যাবের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, ১৫-২০ সদস্য নিয়ে গঠিত গাড়ি চুরির গ্যাংটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ সাভার এবং গাজীপুরে সক্রিয়। এই দলটি বিভিন্ন দফায় একাধিক দলে কাজ করে এবং কয়েক বছরের মধ্যে মিলিয়ন টাকা মূল্যের শতাধিক গাড়ি ছিনতাই করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৫ জুয়াড়ি আটক
অভিযানের সময় র্যাব গ্যাং সদস্যদের কাছ থেকে তিনটি পিক-আপ ভ্যান, একটি সিএনজি-অটোরিকশা, একটি দেশীয় বন্দুক, একটি রাউন্ড বুলেট, তিনটি ছুরি, একটি চীনা কুড়াল, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়েছে।