শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত স্থানীয় ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তাদের সাথে মদ্যপান করে অসুস্থ আরও দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
মৃতরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই ও উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু (৩০), তার ব্যক্তিগত গাড়িচালক তোফাজ্জল হোসেন ও পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মহসিন (২৬)।
আরও পড়ুন: খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাবু নিজ এলাকায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে তার ব্যক্তিগত অফিসে ছয়-সাত যুবককে নিয়ে মদ্যপান করেন। অতিরিক্ত পানের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। শনিবার দুপুরে মারা যান বাবু।
আরও পড়ুন: বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
অসুস্থদের মধ্যে একই এলাকার কামাল মিয়ার ছেলে জিসান (২৫) মালিবাগের একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে রয়েছেন বলে পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে পারিবারিকভাবে দুজনের লাশ দাফন করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘মদ পানে’ রুশ নাগরিকের মৃত্যু