নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’ প্ল্যাটফর্ম (উই) অক্টোবরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের বিজনেস সম্মেলনের আয়োজনের ঘোষণা দিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, চলতি বছরের ১৪ ও ১৫ অক্টোবরের এই সম্মেলনটি দেশের বৃহত্তম সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হবে। সম্মেলনে উইমেন অ্যান্ড ই-কমার্স’ উদ্যোক্তারা ই-কমার্স ব্যবসার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবেন।
আরও পড়ুন: বিশ্বব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করার আহ্বান নসরুল হামিদের
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন ৩০জন অতিথি আলোচনায় অংশ নিবেন।
এছাড়াও, উদ্যোক্তাদের জন্য সহজ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট অ্যাক্সেস, লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া এবং ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুক মার্কেটিং এবং ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি অতিথি বক্তাদের সমন্বয়ে কর্মশালার আয়োজন থাকবে। এছাড়া অনলাইনে এসব বিষয়ে আটটি সেশন পরিচালনা করা হবে।
দ্বিতীয় দিনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে 'ফ্যাশন শো' করা হবে। আবার, এই উদ্যোক্তারা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
সমাপনী অধিবেশনে সেরা ২০ জন নারী উদ্যোক্তাকে জয়ী (বিজয়ী) পুরস্কারে ভূষিত করা হবে। তাদের মধ্যে, ১০জন উই সদস্য হবেন এবং বাকি ১০ জন অন্যান্য খাত থেকে হবে।
উই সভাপতি এবং ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে আসছি। একই সঙ্গে, আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছি।’