মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিনদিন পর আল-আমিন (৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার (২৮ আগস্ট) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে।
নিহত আল-আলীম ওই ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে একরাতে হাত মুখ বাঁধা ২ লাশ উদ্ধার
পুলিশ, পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আল-আমিন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ওই রাতে সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দি শিশুর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটারে নিখোঁজ মাঝিসহ ২ জনের লাশ উদ্ধার
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোপে পুঁতে রাখে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, ২০ লাশ উদ্ধার