চাঁদপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর কলেজছাত্র সৌম্য দীপ সরকার আপনের (১৭) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধার দিকে চাঁদপুরের গাছতলা সেতুর নীচে ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে নিখোঁজ হন সৌম্য।
চাঁদপুর শহরের মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের একমাত্র ছেলে সৌম্য। তিনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে গিয়েছিলেন সৌম্য। এ সময় তিন বন্ধুর সঙ্গে নদী পাড় হওয়ার প্রতিযোগিতার জন্য সাঁতার কাটা শুরু করেন।
আরও পড়ুন: নড়াইলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
তখন দ্রুতগামী বলগেটের ঢেউয়ে সৌম্য তলিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের গাছতলা সেতুর নীচে ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোষ্টগার্ড সবাই মিলে শহরতলীর গাছতলা সেতুর নীচে থেকে সৌম্যর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চাঁদপুরের সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।