রবিবার সকালে উপজেলার চেউয়াখালী এলাকায় এ ঘটনায় মা তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ। তানিয়ার ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
নিহত শিশু তাইয়েবা ইসলাম মাওয়া ওই এলাকার রাজমিস্ত্রি সবুজের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রি সবুজের স্ত্রী তানিয়া বেগম র্দীঘ দিন ধরে মানুসিক রোগে আক্রান্ত। রবিবার সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে গলা কেটে হত্যা করেন। এরপর মেয়ের লাশ কোলে করে পাশের ঘরে তার শাশুড়ির কাছে নিয়ে যায়। তিনি নিজেই মেয়েকে দা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বেচ্ছায় স্বীকার করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
এব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার ও শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে গৃহবধূ খুন
এদিকে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার একটি ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোবাসসিরা তাহসিন ইরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
নিহতের প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে হোস্টেলের অন্য আবাসিক ছাত্রীদের সঙ্গে মোবাসসিরার সর্বশেষ কথা হয়। তারপর তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করে। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চাঁদপুরে যুবককে গলা কেটে হত্যা
মতিহার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, আইন বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।