করোনা প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় বাগেরহাটে এক মাসে ১ হাজার ১৭৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত তাদের কাছ থেকে ১১ লাখ ৬৫ হাজার ২৪ টাকা জরিমানা আদায় করে। এছাড়া একজনকে তিন মাসের কারাদণ্ডও দেয়া হয়।
গত ২৬ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক মাসে জেলার বিভিন্ন এলাকায় ৫৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে এক হাজার ১৬০টি মামলা দায়ের করা হয়। এ সময় এক হাজার ১৭৪ জনকে অর্থদণ্ড প্রদান করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়া একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে বলে তিনি জানান।