নীলফামারী-সৈয়দপুর রেলপথের ভাটিখানা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে বিমল রায় নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
বিমল রায় নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বাতাসু রায়ের ছেলে। শহরের ডাইলপট্টি এলাকায় হোটেলের ব্যবসা করতেন তিনি।
আরও পড়ুন: শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে বিমল লাফ দিয়ে সামনে পড়ে। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।