মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
নিহতরা হলেন- সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) এবং লক্ষীগঞ্জ ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের ভ্যান ড্রাইভার সেলিম মিয়া (৩০)।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে এমদাদুল হকসহ আরও তিনজন নেত্রকোণা-মদন সড়কের পাশে মৌজেবালী নামক স্থানে চায়ের দোকানে বসা ছিল। এসময় নেত্রকোণা থেকে ছেড়ে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী ভ্যানকে নিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে লরি চাপায় ভ্যান ড্রাইভারসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক: বিলস
গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
পুলিশ লরিটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।