নোয়াখালী পৌরসভায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে একই রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করে পুলিশ।
নিহত কামরুল হোসেন জোবায়ের (১৮) বেগমগঞ্জ উপজেলার আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে এবং সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
আটকরা হলেন, নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও আলম রিমন (১৬)।
আরও পড়ুন: শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাই আরিফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার পরে জোবায়েরকে তার বন্ধু লাদেন মুঠোফোনে বাসা থেকে ডেকে আনে। এরপর কিশোর গ্যাংয়ের ১০ সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
তিনি বলেন, হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।