সুনামগঞ্জের শাল্লায় নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টার দিকে চাপ্টা বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিলে তারা নিখোঁজ হয়।
নিহত দুজন হলো, বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম(১৬) ও ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগম (১৭)।
আরও পড়ুনঃ কর্ণফুলী নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা একটি ইঞ্জিনচালিত নৌকা করে কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়ায় আত্মীয় বাড়ি ফিরছিল। পথে ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও চাদনী ও ছাবিনাকে খোঁজে পায়নি।
আরও পড়ুনঃ বিছনাকান্দিতে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু
শুক্রবার সকাল ১০টার দিকে এলাকাবাসী আবারও অভিযান চালায়। অভিযানে চাদনী ও ছাবিনাকে চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বেলা ১১টায় ঘটনার খবর পেয়ে শাল্লা থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরি করেন।