নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন ঠাকুর নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার চার দিন পর তার মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহত হুমায়ুন ঠাকুর উপজেলার পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত মো. নিরু মিয়া ঠাকুরের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
এ ঘটনার পরের দিন থানায় একটি মারামারি মামলা হয়। দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এই ঘটনায় হায়াতুর শেখ ও হামীম শেখ নামে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ