নড়াইলের লোহাগড়ায় গাঁজা বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়ার নলদী থেকে সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ নলদী বাজারে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ‘১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।