পটুয়াখালীর বাউফলে একটি বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় মেসার্স খান আইস ফ্যাক্টরিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল খান ফ্যাক্টরির মালিক একেএম ফরিদের শ্যালক। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১০জন। তার মধ্যে প্রেমানন্দ ও তার স্ত্রী কৃষ্ণা রাণী বাউফল হাসপাতালে ও মো. ইব্রাহিম ও আফজাল নামের দুইজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক জানান, রাত ১১টার দিকে কারখানার ভেতরে অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কারখানার ৭০০ মিটার এলাকা জুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার পর আরও ১০ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ