পড়া না পারায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে নাসির উদ্দিন নামে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ওই ছাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম নির্যাতনের শিকার ওই ছাত্রীকে দেখতে জেনারেল হাসপাতালে যান। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ওই ছাত্রীর মা আমেনা বেগম বলেন, ‘প্রতিদিনের ন্যায় তার মেয়ে বিদ্যালয়ে যায়। পরে তিনি খবর পান পড়া না পারার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার মেয়েকে তলপেটে তিনটি লাথি মেরে গুরুতর আহত করেছেন। এ খবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুলে ছুটে যান ও অচেতন অবস্থায় তার মেয়েকে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: ২ কিশোরীকে কক্সবাজারে হোটেলে আটকে নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
এদিকে হাসপতালে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, মেয়েটি তলপেটে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে গোপনাঙ্গ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের ব্যবহৃত মোবাইলে ফোন করলে তার বড় মেয়ে নাসরিন ফোন রিসিভ করে বলেন, বাবা অসুস্থ, তাই কারও সঙ্গে কথা বলতে পারবেন না। এ সময় তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বাবা এ ধরনের কোন অপরাধ করেননি।
শিক্ষার্থীর মা আমেনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন।