হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর পদ্মা নদীর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকায় পদ্মার ১০০ মিটার অংশ ভেঙে পড়েছে। ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে ব্রিজসহ কয়েকটি গ্রাম।
আরও পড়ুন: যাদুকাটা নদীর ভাঙনে বিলীনের পথে সুনামগঞ্জের ২ গ্রাম
ভাঙন আতঙ্কে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। ভাঙ্গনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা।
এই ভাঙনের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলছেন, বালু খেকোদের অপরিকল্পিত ভাবে বালু তোলায় এমনটি হয়েছে।
আরও পড়ুন: বালু উত্তোলন: মাগুরায় মধুমতির ভাঙনে দিশেহারা এলাকাবাসী
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুই দিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রীজ এলাকায় ১০০ মিটার নর্দীগর্ভে চলে গেছে।
আরও পড়ুন: মাগুরায় মধুমতির ভাঙনে বসতভিটা, ফসলি জমি বিলীন
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, তিনি সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ভাঙন রোধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।