পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর শাখা নদী পারাপারের সময় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডার নবীনগরে নদীতে মহিষের পাল পার করতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহত সুজন হোসেন (১৮) ঈশ্বরদীর পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামের ওমর হোসেনের ছেলে।
আরও পড়ুনঃ বিছনাকান্দিতে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডায় নবীনগরে পদ্মা নদীর শাখা নদীতে মহিষের পাল পার করতে গিয়ে পানিতে ডুবে যায় সুজন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে এক ঘণ্টা পর নদীর কয়েকশ’ মিটার ভাটিতে সুজনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুনঃ জাফলংয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্যে লাশ পাবনার মর্গে পাঠানো হয়েছে।