চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনায় আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।
মৃতরা হলেন-ওই ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফার বেগম (৬২), তার নাতি ১৮ মাসের শিশু সিয়াম আলী, নারায়নপুর এলাকার ফিটু আলীর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)
আরও পড়ুন: যমুনায় নৌকা ডুবিতে আরও ৪ লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, উপজেলার বোগলাউড়ি ঘাট থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ রশিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর সোয়া ২টার দিকে নৌকাটি লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে ডুবন্ত যাত্রীদের সহযোগিতায় নিলুফার ও সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিতাস নদীতে ৪০০ বস্তা সরকারি চালসহ নৌকা ডুবি
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, নৌকায় ৪০ জন যাত্রী ছাড়াও মালামাল ছিল। দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্রোতের কারণে অনেকেই ভেসে গিয়ে বিভিন্ন স্থানে দিয়ে পাড়ে উঠে আসতে পেরেছে। পুলিশ ও ফার্য়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।