পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবক উপেন্দ্র বিহারের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মুন্সীগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরফাতুল রাকিবের আদালত ছয় দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার লৌহজং থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আরফাতুল রাকিব ছয় দিনের রিমান্ড দেন।
আরও পড়ুন: রাজধানীতে মানব পাচার চক্রের ‘হোতা’ টুটুলসহ গ্রেপ্তার ৮
মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন জানান,উপেন্দ্র বিহার ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন। পাগলবেশ অবস্থায় পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কন্সট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনী তাকে আটক করে মঙ্গলবার দুপুরে লৌহজং পুলিশকে হস্তান্তর করে।
বাংলাদেশে প্রবেশের ভিসা বা পাসপোর্ট কিছুই দেখাতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বুধবার আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।
আরও পড়ুন: ফেসবুকে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেপ্তার ৩