চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গোমস্তাপুর উপজেলার বাগদুয়ারপাড়া এলাকার তরিকুল ইসলাম শাহীন (৩৮), বিশ্বাসপাড়ার শেখ রিয়াদ মাহমুদ সৈকত (৩৮), শাহীদুল ইসলাম বাবু (৩২), উদয়নগর এলাকার সাগর আলী (২০) ও সেতবিুর রহমান (৪৮)।
আরও পড়ুন: আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিনকে হত্যার দায়ে ৩ আসামি গ্রেপ্তার
র্যাব-৫ রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ রোড বাজার ও নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউার সার্ভিস দোকানে অভিযান চালায়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জন কম্পিউটার সার্ভিস ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
এই ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।