খুলনার পাইকগাছায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারাখানা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত চাঁদখালীতে গড়ে ওঠা পাঁচটি অবৈধ কয়লা তৈরির কারখানা ফায়ার সার্ভিস দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
একই সঙ্গে এক মাসের মধ্যে ওই সকল কয়লা তৈরির সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন চাঁদখালী কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশেই অবাধে গড়ে উঠেছে কয়লা তৈরির অবৈধ কারখানা। এসকল কারখানায় কাঠ পুড়িয়ে তৈরি করা হয় কয়লা। যা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
আরও পড়ুন:খুলনা-মোংলা রেললাইন ডিসেম্বরে উদ্বোধন
পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদপ্তর খুলনা ও স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার সকালে কয়লার কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করলেও কারখানার চুল্লি জলন্ত থাকায় অভিযান পরিচালনা কার্যক্রম ব্যাহত হয়। এরপর পার্শ্ববর্তী আশাশুনি থেকে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে জলন্ত চুল্লি নিভিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও অন্যান্য শ্রমিকদের দিয়ে ওই সকল অবৈধ চুল্লি ভেঙে দেয়া হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে কারখানার সকল সরঞ্জামসহ সবকিছু সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ, পরিদর্শক মারুফ বিল্লাহ, প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:খুলনায় কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড