পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের বাড়ির কর্মচারী আব্দুল মতিনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আওলাঘাটা ভূনারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিন উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের বাড়িতে কাজ করতেন।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আব্দুল মতিন দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, হত্যার প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। হয়ত পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড