পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর তেতুলতলা গোডাউনের ভেতরে ঝোপের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত স্কুলছাত্র জিহাদ (৯) মুলাডুলি তেতুলতলা গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর ছোট ছেলে। সে দাশুড়িয়া কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। ৩ ভাইয়ের মধ্যে জিহাদ সবার ছোট।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিহাদ শুক্রবার বিকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যায় তার বন্ধুরা সবাই বাড়িতে ফিরে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। এরপর তার পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। কিন্তু সেখানে জিহাদের প্যান্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়।
শনিবার সকাল সাড়ে ৫টায় পরিবারের সদস্যরা তেতুলতলা গ্রামের গোডাউনের ভেতরে ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদের লাশ দেখতে পান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে ফোর্স উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ তাদের হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিহাদের গলায় কালচে দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।