পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে সদর ও সাঁথিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে ও জোত আদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সাজ্জাদ হোসেন (১৮), সাঁথিয়া উপজেলার পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৮) ।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪
জোত আদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জানান, সকালে সাজ্জাদ হোসেন জোত আদম মোড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে, সকালে রবিউল ইসলাম ও আব্দুল মোমিন বাড়ি থেকে ধান বিক্রি করার জন্য আতাইকুলা বাজারে ভ্যানগাড়ি করে যাচ্ছিলেন। পাবনা-কাশিনাথপুর মহাসড়কের মাধপুর তৈলকুপি নামক স্থানে পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে পেছনের থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নিলে গেলে সেখানে তিনিও মার যান।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।