বগুড়ায় দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং অপর এক যুবক আহত হবার খবর পাওয়া গেছে।
বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়ায় রবিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হাসান (২০) ওই এলাকার টুলু মিয়ার ছেলে। এছাড়া সাব্বির হোসেন (২০) নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিবন্ধী ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ঘটনা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মালগ্রাম দক্ষিণ পাড়ায় সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনে সাব্বির হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের যুবকরা। এর জের ধরে রাত ১১টার দিকে সাব্বিরের লোকজন জোবায়েরকে এলাকায় পেয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে জোবায়ের মারা যায়। এঘটনার পর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুত্রবধূর ‘ছুরিকাঘাতে’ আহত শাশুড়ির মৃত্যু
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘সাব্বির ও জোবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তার জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছেল কেউ মামলা করেনি। তবে সন্দেহভাজন চার জনকে আটক করা হয়েছে।’