পিরোজপুরের স্বরুপকাঠীর আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি দোকান পুড়ে গেছে। রবিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীর এরশাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
স্বরুপকাঠী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, ভোর ৫টার দিকে আটঘর কুড়িয়ানা বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরুপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: খুলনায় পাটকলের আগুন নিয়ন্ত্রণে
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হাসান জানান ঘটনাস্থলে পাঠানো পুলিশ হয়েছে। শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ধারণা করা হলেও তদন্তের পরে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।
আরও পড়ুন: টঙ্গীর গুদামের আগুন নিয়ন্ত্রণে
এদিকে, অগ্নিকাণ্ডে প্রায় ২১টি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে এবং প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।