তারা হলেন- সিটি করপোরেশনের পোড়াবাড়ি কোনপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন ও সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম।
আরও পড়ুন: রাজশাহীতে মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় আটক ৪
তাদের কাছ থেকে লোহার ছুরি, চাপাতি ও ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
পোড়াবাড়ি র্যাব-১ ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৮ ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে ভিকটিম শেরপুর জেলার লয়খা গ্রামের বাসিন্দা গার্মেন্টস কর্মী মো. সিরাজুল ইসলাম অপহৃত হন। পরে অপহরণকারীরা ভিকটিমকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বাগানের ভেতর নিয়ে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে এবং তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় অপরহরণকারীরা ওই পোশাক কর্মীর পরিবারকে ফোন দিয়ে অপহরণের বিষয়টি জানায় এবং মুক্তিপণ হিসেবে আরও এক লাখ টাকা দাবি করে। পরে উপায়ান্তর না দেখে অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে রবিবার ভিকটিমের পরিবার অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য র্যাবের আইনগত সাহায্য কামনা করেন।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে ফোন: ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৩
তিনি জানান, পরিবারের অভিযোগের পর গেল রবিবার দিবাগত রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা মামুন হোসেন ও হিরা ইসলামকে আটক এবং পোশাক শ্রমিককে উদ্ধার করা হয়।
অঅরও পড়ুন: রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণ ও মুক্তিপণের ঘটনায় তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে অটোরিকশা চোর চক্রের ৮ সদস্য আটক