আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে সহিংসতার মাঝে নরসিংদীর সহিংসতার খবর প্রকাশ করায় জেলার রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
রায়পুরার বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবেদন প্রকাশ করায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শাহবাগে কোটা আন্দোলনের খবর সংগ্রহের সময় হামলার শিকার সাংবাদিক
মনিরুজ্জামান মনির উপজেলার মেথিকান্দা গ্রামের বাসিন্দা। তিনি রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের রায়পুরা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর ১২টার দিকে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মনিরুজ্জামান। এসময় অন্তত ১০ জন দুর্বৃত্তের একটি দল তার ওপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে তারা মনিরুজ্জামানের মাথায় আঘাত এবং হাতে-পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রায়পুরা থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় হামলার পর ওই সাংবাদিককে উদ্ধার ও তার চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ সোনাবাহিনীর সদস্যরা। এ ঘটনার পর রায়পুরায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, ‘মনিরের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর জখম রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন বিধায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম