মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরও ২০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১৩ এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৭ জন।
ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১২৮ জন। বর্তমানে হাসপাতালে ৫৫ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন।
আরও পড়ুন: মহামারি করোনায় ২৪ ঘণ্টায় কুমিল্লায় আক্রান্ত ৩৮, মৃত্যু ২
তিনি জানান, জেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। এই কারণে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। অবশ্যই প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় করোনার ভয়াবহতার বিষয়ে মাইকিং করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত
এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে দুজনের।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নগরীর রাণীর বাজার মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুর মোহাস্মদসহ দুজনের মৃত্যু হয়েছে। অন্যজনও পুরুষ। তাদের বয়স ৬০ বছর। জেলায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৮ জনের। নতুন ৩৮ জনকে নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২ জনে দাঁড়িয়েছে।