ফরিদপুর, ১১ জুন (ইউএনবি)- ফরিদপুরে গত এক সপ্তাহ ধরে আবারও কোভিড-১৯ রোগীর শনাক্তের হার বাড়ছে।
শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও জেলায় করোনা পজিটিভ হয়েছে আরও ১৮ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, হঠাৎ করে কনোনা রোগী বেড়ে যাওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-এর সব কয়টি বেড পূর্ণ হয়ে গেছে
আরও পড়ুন: ফরিদপুরে দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় প্রায় ১৯ হাজার মানুষ
১২৮টি করোনা পরীক্ষায় ১৮ জন করোনা শনাক্ত হন। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী সংখ্যা ১০ হাজার ৮৩৩ জন এবং মারা গেছে ১৮৭ ব্যক্তি।
তিনি বলেন, শনাক্তের হার পরীক্ষার ২০.৭৫ শতাংশ, মৃত্যের হার আক্রান্তের ১.৭২ শতাংশ এবং সুস্থতার হার ৯৫.৪০ শতাংশ।
জেলার এই স্বাস্থ্য কর্মকতা আরও বলেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পর কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে। ঈদের আগে তুলনামূলক ভাবে রোগী বৃদ্ধির হার কম ছিল।
আরও পড়ুন: ফরিদপুরে মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
এই প্রসঙ্গে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনার দ্বিতীয় পর্যায়ে ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পর থেকে আমরা আরও সতর্ক আছি। সরকারি নিদের্শনা অনুযায়ী জেলার সকল উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’