ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।
রোববার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন রোগী ২৪৩ জন
মৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার খাবাসপুর এলাকার বাসিন্দা নাওবাহার (৬০), মধুখালী উপজেলার চরবাগাট এলাকার বাসিন্দা হালিমা (৬০) এবং নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা হাসিনা বেগম (৫০)।
পরিচালক ডা. এনামুল বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাওবাহার ১৩ অক্টোবর, হালিমা ১১ অক্টোবর এবং হাসিনা বেগম ১৪ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হন। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সরকারি হাসপাতালগুলোতে ১৬ হাজার ৮৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন।
আরও পড়ুন: ফরিদপুরের ভুবনেশ্বর নদে কুমির, এলাকায় আতঙ্ক
বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগকে ভোট দিন: ফরিদপুরের জনসভায় প্রধানমন্ত্রী