ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও দুই শিশু রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইমুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়।
জেলা পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: চাকা বিস্ফোরণ হয়ে মার্কেটে ঢুকে গেল বাস, আহত ৩০
আহত মাইক্রোবাস চালক সদর উপজেলার বাসিন্দা মৃদুল মালো বিএসএমএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিহত প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহত চালকের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ