জেলার ৩১২ জন সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুজন এবং সুস্থ হয়েছে ১৭৪ জন সদস্য। সুস্থ হওয়া ৩৫ সদস্যকে প্লাজমা ডোনেট করতে আজ ঢাকায় পাঠানো হচ্ছে।
জেলা পুলিশ লাইন্স হল রুমে বেলা সাড়ে ১১টার দিকে করোনা জয়ী এই পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ফরিদপুরে পুলিশ সদস্যরা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন করার পাশাপাশি আক্রান্তদের খাদ্য সহায়তা, হাসপাতালে পৌঁছে দেয়া, লাশ দাফন ও সৎকারসহ নানাবিধ মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি।
তিনি বলেন, ‘আমরা এই দুর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এই জন্যই করোনাজয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করতে প্লাজমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।’
এ সয়ম অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।