বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ভাইরাসের সংক্রমণ কিছুটা কমে ৬৮ জনে দাঁড়িয়েছে।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। রবিবার ২১৯টি নমুনা পরীক্ষায় সনাক্ত হন ৮৫ জন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩২১টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০ জন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
তিনি আরও জানান, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৫ জন। এদের ২ জন নারী ও ৩ জন পুরুষ।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৪১৮ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন, মারা গেছেন ২৭৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩১ জন।