বগুড়া, ০৬ জুলাই (ইউএনবি)- বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
করোনায় মৃত আটজনের মধ্যে বগুড়া জেলার দুজন ও বাকি ছয়জন অন্য জেলার বাসিন্দা। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনজন, মোহাম্মদ আলী হাসপাতালে তিন, টিএমএসএস হাসপাতালে একজন এবং বাকি একজন শিবগঞ্জ উপজেলার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনায় মৃতরা হলেন, গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও আব্দুর রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দুলাল (৮৫) ও আজাহার (৫০)।
আরও পড়ুন: করোনা স্বাভাবিক না হলে গুচ্ছে ভর্তি পরীক্ষা নয়, শিগগিরই নতুন সিদ্ধান্ত
এছাড়া একই দিনে তিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে শজিমেকে দুজন, মোহাম্মদ আলী হাসপাতালে আট এবং বাকি একজন টিএমএসএস হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৯ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন।
তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে সদরের ১৭৭ জন, শেরপুরে ১১, দুপচাঁচিয়ায় ৯, গাবতলী, আদমদীঘি ও কাহালুর সাতজন করে, সারিয়াকান্দি ও ধুনটের ছয়জন করে, সোনাতলা ও শাজাহানপুরে তিনজন করে এবং শিবগঞ্জের দুজন রয়েছেন। এর আগের দিন জেলায় ১ হাজার ১৬২ নমুনা পরীক্ষার ফলাফলে ৩১৪ জন করোনা শনাক্ত হয়েছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ মৃত্যু
ডা. তুহিন জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৩১ জনে পৌঁছেছে। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩ জন। মোট মৃত্যু ৪৩৭ জন এবং মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় চিকিৎসাধীন ১ আছেন ৪১৩ জন।