জেলার শেরপুরে যৌতুক নিয়ে বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।
মৃত আসাদুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
আরও পড়ুন: সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নিহত আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে শিমু বাড়ি থেকে পালিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে না নিলে বেশ কয়েক দফা শালিস দরবার শেষে ৪-৫ মাস পূর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই ও শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসাদুলের বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই সাব্বির পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিবন্ধী ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ