বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে ওই মহাসড়কের নলকা সেতু ও পাঁচলিয়া এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এ কারণে মহাসড়ক পথে যানজট ও থেমে থেমে চলে যানবাহন। উত্তরবঙ্গগামী লেনে এ অবস্থার সৃষ্টি হলেও ঢাকাগামী লেন স্বাভাবিক রয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকেই যানজটের সৃষ্টি হয়েছে এবং একপর্যায়ে সেতুর উপরও ধীর গতিতে চলছে যানবাহন। সেতু পার হওয়ার পর কখনো যানজট আবার কখনো ধীরগতিতে গাড়ি চলছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, দিনভর এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও বিকালের দিকে এ যানজটের সৃষ্টি হয়।
এছাড়া নলকা এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গগামী লেনে গাড়ি আটকে পড়ে। এতে সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ইতোমধ্যে বিকল হওয়া গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুত এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে ঈদ উপলক্ষে কয়েকদিন ধরে জেলা মহাসড়কে যানজট এড়াতে প্রায় ছয়শ’ পুলিশ দিনরাত কাজ করছে। মহাসড়ক পথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও পুলিশ বিশেষ দায়িত্ব পালন করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ