তীব্র ঝড়ো আবহাওয়ায় গভীর সাগরে ডুবে যাওয়া ভোলার ছয়টি ট্রলারের নিখোঁজ ৬০ জেলের মধ্যে রবিবার ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার বলেন, লালমোহন উপজেলার চতলা গ্রামের আবুল কালাম নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, শুক্রবার সাগরে মাছ ধরতে গিয়ে ছয়টি ট্রলার ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- এফভি লামিয়া, মজিবুল শেখের ট্রলার, সাইফুল মাঝির ট্রলার, জাকির মাঝির ট্রলার, নিজামুদ্দিন মাঝির ট্রলার ও নূরুদ্দিন মাঝির ট্রলার।
ইউএনও আরও বলেন, ডুবে যাওয়া ফারুক মাঝির মালিকানাধীন ট্রলার থেকে চার জেলেকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছেন।
তিনি বলেন, অন্যান্য নিখোঁজদের সুন্দরবন ও হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
ইউএনও বলেন, উদ্ধার হওয়া জেলেরা রবিবার অন্য একটি ট্রলারে করে ভোলায় ফিরছেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ১৩ জেলে উদ্ধার