বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে রবিবার ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকী বলেন, মঙ্গলবার (১৬ আগস্ট) লক্ষ্মীপুরের রামগতি থেকে ‘রিভার মেট’ নামের ট্রলারটি নিয়ে ২১ জন জেলে মাছ ধরার জন্য সমুদ্রে যান। পরদিন বুধবার (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচদিন ধরে সমুদ্রে ভাসতে থাকেন জেলেরা।
তিনি জানান, মহিপুর সাগর মোহনা ও সুন্দরবনের আকরাম পয়েন্টে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সময় কোস্টগার্ড সদস্যরা ওই নৌকাগুলো দেখতে পায়।
তিনি আরও জানান, দুর্দশাগ্রস্ত জেলেদের সহায়তা দেয়ার জন্য তারা অবিলম্বে সাড়া দেয় এবং নৌকার সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, মাছ ধরার ট্রলারটিকে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা রামগতি থানার বাসিন্দা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: ১৭ জেলে উদ্ধার
উদ্ধারকারী ট্রলারে ফিরেছেন দেড় শতাধিক জেলে, এখনও নিখোঁজ ২৫০