রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় বিয়ের তিন দিন পর নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আফিয়া মুর্শিদা চৈতি আলমের সঙ্গে তৌহিদের বিয়ে হয় মাত্র তিন দিন আগে। তার বয়স ছিল ৩৭ বছর।
আরও পড়ুন: বনশ্রীতে ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চৈতির ভাই ওমর ফারুক জানান, গত সপ্তাহেই পারিবারিকভাবে তৌহিদ ও চৈতির বিয়ে হয়।
ফারুক জানান, এরপর চৈতি তার স্বামীর সঙ্গে বনশ্রীর ই-ব্লকের একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে চলে আসেন।
তৌহিদের পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা ও বোন বিয়ের পর থেকেই চৈতির সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন।
তার শ্বশুরবাড়ির লোকজনের ‘মানসিক নির্যাতনের’ কারণে চৈতি আত্মহত্যা করতে পারে বলে দাবি করেছেন তার ভাই।
শুক্রবার রাতে তৌহিদ ফারুককে ফোন করে জানাযন, চৈতি নিজেকে একটি কক্ষে আটকে রেখেছেন এবং ফোন রিসিভ করছেন না।
দরজা ভাঙার পর চৈতিকে সিলিং ফ্যানের সঙ্গে স্কার্ফের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।