পাথরঘাটা পৌরশহরের ৯নং ওয়ার্ডের মোল্লা বরফ মিলে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় আত্নসমর্পণের দিনই ২২ আসামির জামিন
নিহত শাহজাহান হোসেন সম্রাট (৫৫) পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি, তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে হঠাৎ করে মোল্লা বরফমিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় সেখানে কর্মরত সকলেই কম বেশি আহত হয়েছেন। এঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত গ্যাস এমোনিয়া ছড়িয়ে পড়ায় অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীর দাগনভূঞায় ককটেল বিস্ফোরণে আহত ৩
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান, আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরে-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গুলশানের ইউএই ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ: নিহত এক, আহত ৭
পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা মিলের কাছে ভিড়তে পারিনি। এ সময় আমাদের দুজন ফায়ার কর্মী ও অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ঘটনার পরপরই বরগুনার-২ আসনের সংসদ সদস্য শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নিয়েছেন।