বরিশালে বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় ইটের আঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ফিসারী রোডে এই ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন (৪৫) সাবেক সেনা সদস্য গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো.মনু চাঁদা দাবি করে আসছিলো। সেই চাঁদা না পেয়ে মনু সন্ধ্যায় আমাকে মারধর করে। পরে একটি ইট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে আমার স্ত্রী অচেতন হয়ে পরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
এদিকে কল রিসিভ না করায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনি ইউনিটের সহকারি রেজিস্ট্রার শুভ ওঝা বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখিনি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিলো।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূ হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড